শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টি-টোয়েন্টিতে টাইগারদের ঘরের মাঠে ‘সেঞ্চুরি’

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০:৩০

সোমবার (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ দল। আর এ ম্যাচে খেলতে নেমেই নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ শুরু হয় ২০০৬ সাল থেকে। শুরু থেকেই বাংলাদেশ দল ক্রিকেটের ছোট এই ফরম্যাট খেলে আসছে। টাইগাররা সর্বপ্রথম এ ফরম্যাটে ম্যাচটি খেলে জিম্বাবুয়ের বিপক্ষে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ঐ ম্যাচটিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ দল। এরপর ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে টাইগাররা খেলে ফেলেছে ১৪৮টি ম্যাচ।

এদিকে ঘরের মাটিতে সেঞ্চুরি পূর্ণ হলেও টাইগাররা বিদেশের মাটিতে এখনো হাঁফ সেঞ্চুরিও ছুঁতে পারেনি। মোট ম্যাচের দুই-তৃতীয়াংশই খেলেছে দেশে। আর ঘরের বাইরে খেলেছে মাত্র ৪৮ ম্যাচ।

 

ইত্তেফাক/এসএস