মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘সুন্দরবনে প্লাস্টিকের পানির বোতল নেওয়া যাবে না’

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক (প্লাস্টিকের পানির বোতল) নিতে দেওয়া হবে না।

তিনি বলেন, সুন্দরবনে গমনকারী পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী নিতে দেওয়া হবে না। কারণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেন তিনি।

পরিবেশ অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী। ছবি: সংগৃহীত

মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ও পরিবেশ সচিব ফারহিনা আহমেদ।

ইত্তেফাক/আরএজে