শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা: প্রধান আসামি মমিন রিমান্ডে

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০:০২

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলার প্রধান আসামি নিহতের বন্ধু আব্দুল মমিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনা দায়রা জজ আদালতের বিচারক শামসুজ্জামান এ আদেশ দেন। এর আগে মামলার অপর আসামি মমিনের স্ত্রী সীমা খাতুনের দুইদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
 
এর আগে গত ২৬ মার্চ রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে র‌্যাবের একটি দল আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। 

গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাটের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় নিহতের বাবা আবু বক্কর বাদী হয়ে নিহতের বন্ধু আব্দুল মমিন, তার স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি মামলা করেন।

ইত্তেফাক/এবি/পিও