পরিচয় শনাক্তে পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর মুখ-কান খোলা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের দেওয়া নির্দেশনা স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষার্থীদের পক্ষে রিটকারী আইনজীবী ফয়েজ উল্লাহ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বাংলা বিভাগের এই বিজ্ঞপ্তি কেন অবৈধ নয় সে মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার এবং বাংলা বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়্যেদ আজিজুল হক এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
মো. ফয়জুল্লাহ ফয়েজ বলেন, বাংলা বিভাগের বিজ্ঞপ্তি ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। ফলে শিক্ষার্থীদের মুখ-কান খোলা রাখতে বাধ্য করা যাবে না।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় একটি নিয়মের মধ্যে চলছে। সেখানে নতুন কোনো নিয়ম আরোপ করা যাবে না। উচ্চ আদালত এই বিষয়ে যথার্থ সিদ্ধান্ত দিয়েছে।
গত বছরের ১১ ডিসেম্বর পরীক্ষায় শিক্ষার্থীদের মুখ-কান খোলা রাখতে বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এর বৈধতা নিয়ে ৩ শিক্ষার্থী ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালতে রিট করে। রিটের পক্ষে আইনজীবী ছিলেন মো. ফয়জুল্লাহ ফয়েজ।