মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিশুকে রাজনৈতিক কারণে ব্যবহারের তীব্র নিন্দা 

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২১:৪১

শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে রাজনৈতিক কারণে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন মুক্তিযোদ্ধা, কৃষিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পীরা। দেশের একটি গণমাধ্যমে শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে বক্তব্য গ্রহণ ও সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা দিবসে ফুল বিক্রেতা শিশু সবুজের হাতে একজন সাংবাদিক ১০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতে বলেছেন, 'আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো'। এটি গর্হিত অপরাধ।'

রাজনৈতিক স্বার্থ হাসিল এবং উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক স্বার্থ হাসিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বিব্রত, স্বাধীনতা দিবসকে হেয় করার জন্য একটি শিশুকে ব্যবহার করেছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ।’ একটি শিশুকে অর্থের বিনিময়ে ব্যবহার করে কিছু বলতে বাধ্য করা ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারে তীব্র নিন্দা জানান তারা। 

বিবৃতিতে আরও বলা হয়, একটি শিশুকে অর্থ দিয়ে প্রলুব্ধ করা, মিথ্যা বলতে প্ররোচিত করা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা হয়েছে সরকারকে বিব্রত করার জন্য।’ এ ঘটনার তীব্র নিন্দা জানান বিবৃতিদানকারীরা।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাকির হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য আনোয়ার হোসেনের পক্ষে মঙ্গলবার প্রদান করা এই বিবৃতিতে (২৮ মার্চ) স্বাক্ষর করেন তারানা হালিম।

ইত্তেফাক/এএএম