সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্রামের দিনে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:০৮

সিলেট ভেন্যুতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর চট্টগ্রামে জয় পেয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ দলের জন্য ছিল ছুটি। ছিল না কোনো অনুশীলন। এদিন সব ক্রিকেটার ছিলেন বিশ্রামে।

দলের বিশ্রামের দিন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান করেছেন বিজ্ঞাপনের শুটিং। চট্টগ্রামের ঐতিহাসিক দর্শনীয় স্থান সিআরবিতে গতকাল একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যাপক সময় ব্যস্ত ছিলেন সাকিব। 

সাকিবের শুটিংয়ে একটি ফুল বিক্রেতা শিশুর চরিত্র আছে। গাড়িতে বসা সাকিবের কাছে ফুল বিক্রি করতে দেখা যায় তাকে। পরে সাকিব সেই শিশুটির জন্য উপহার এবং ইফতার সামগ্রী কিনে দেন। এমন একটা থিম নিয়ে করা হচ্ছে বিজ্ঞাপনটি। বিষয়বস্তু নিয়ে কিছু না বললেও জানা গেছে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের বিশ্রামের দিনে অনুশীলনে ঢিলেঢালা ভাব নিয়ে এসেছিল আইরিশরা। সোমবারের ম্যাচ খেলা কোনো ক্রিকেটারই অংশ নেননি অনুশীলনে। এর বাইরে যোগ দিয়েছেন টেস্ট দলের সদস্যরাও।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন