গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জুলিয়ান নাগলসম্যানকে। বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে বুন্দেসলিগায় ২-১ গোলের পরাজয়ের পরই বিদায় নিশ্চিত হয় নাগলস্যামের।
নাগলসম্যানকে অপসারণের পিছনে বাভারিয়ান ক্লাবটি একেবারেই নিখাদ স্পোর্টিং কারণ উল্লেখ করেছে। বেশ কয়েকবছর ধরে ক্লাবের ফলাফলের যে সমৃদ্ধ ইতিহাস বজায় ছিল তা হঠাৎ করেই নিম্নমুখী হওয়া কোনভাবেই মেনে নিতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে স্প্যানিশ দৈনিক বিল্ড জানিয়েছে, নাগলসম্যানের বিদায়ের পিছনে ড্রেসিং রুমে গুরুত্বপূর্ণ ছয়জন খেলোয়াড়ের সঙ্গে কোচের ক্রমাগত দূরত্বই দায়ী। পত্রিকাটির দাবি, ঐ ছয় খেলোয়াড়ের সঙ্গে কোচের কোন সম্পর্কই ছিল না। অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, নালেসম্যানের বরখাস্তের পিছনে মাঠের ফলাফলসহ বেশ কিছু নন-স্পোর্টিং কারণও দায়ী।
বিল্ডের রিপোর্ট অনুযায়ী বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ঐ ছয় খেলোয়াড়ের মধ্যে অন্যতম। এই তালিকায় সম্ভাব্য সপ্তম খেলোয়াড়টি হতে পারেন ম্যানচেস্টার সিটি থেকে এ বছর বায়ার্নে ধারে যোগ দেওয়া পর্তুগিজ ফুলব্যাক জোয়াও ক্যান্সেলো। বায়ার্নে যোগ দেওয়ার পরই নাকি নাগলসম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ক্যান্সেলো।
তবে বিল্ড এর ‘কালো তালিকা’য় প্রথম দুটি নাম দলের দুই গোলরক্ষক নয়্যার ও সেন উলরিখের। এ বছরের জানুয়ারিতে বায়ার্নের গোলকিপার কোচ পদ থেকে টনি তাপালোভিচকে সরিয়ে দেওয়ার পরই নাগলসম্যানের বিরুদ্ধে সোচ্চার হন নয়্যার ও উলরিখ। বাকি চারজন হলেন সার্জি গ্যানাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা ও সাদিও মানে। এই ছয় ফুটবলারের সবাই নাগলসম্যানের বিরুদ্ধে ছিলেন বলে জানিয়েছে বিল্ড।
ক্যানসেলো বায়ার্ন মিউনিখে এসেছিলেন গত জানুয়ারিতে। নাগলসম্যান তাকে পছন্দের পজিশনে খেলতে দেননি। অনুশীলনেও এ নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন ক্যানসেলো, এমন তথ্যই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে বায়ার্নের স্কোয়াডের সবাই নাগলসম্যানের বিরুদ্ধচারণ করেননি। জসুয়া কিমিচ ও লিও গোরেৎকা নাগলসম্যানকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে সংবাদমাধ্যমে কথা বলেছেন।