শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ক্রাউন প্লাজায় আনন্দময় রমজান

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:৪৪

রমজান মাসে অতিথিদের জন্য এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করেছে ক্রাউন প্লাজা। গ্রাহকরা ক্রাউন টাওয়ার, দ্য ফ্লেয়ার, দ্য বিস্ট এবং ক্রাউন রেসিডেন্সে ইফতার এবং সুহুর বুফে সহ, প্রচুর এরাবিক এবং কন্টিনেন্টাল স্পেশালিটিজ উপভোগ করতে পারবেন। 

স্টার্টারে অতিথিদের জন্য সুশি থেকে শুরু করে এরাবিক স্পেশালিটিজ যেমন হুমুস উইথ শিশ কাবাব, ফালাফেল, শরমা লাইভ স্টেশন এবং আরও অনেক কিছু বেছে নেওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে৷

মেইনসে আমরা মেরিনেটেড চার-গ্রিলড ল্যাম্ব শ্যাঙ্ক, সিসেমি প্রন উইথ পেপার, মেডিলিয়নস অব বিফ টেন্ডারলাইন উইথ ব্ল্যাক পেপার, পেরি গার্লিক রোস্টেড চিকেন, সিয়ার্ড ফিলেট অব ফিস উইথ মাসেলস, লাইভ ওরিয়েন্টাল স্টেশন এবং আরও অনেক কিছু অফার করছি।

ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারগুলোও আমাদের অতিথিদের জন্য যত্নের সাথে তৈরি করা হয়েছে যেমন মাটন হালিম, বেগুনি, বিফ তেহারি, চিকেন বিরিয়ানি, চিকেন মালিয়া কাবাব, ট্যাংরি কাবাব, মাটন রোগান জোশ, মাটন গালাটি কাবাব, বিফ কালা ভুনা এবং আরও অনেক কিছু। তৃষ্ণা মেটাতে আছে মুখরোচক পানীয়। 

মিষ্টি মুখ করার জন্য, জালেবি, ফার্নে, বাসবুসা ফালুদা, গোলাবজামুন, সি সল্ট উইথ ক্যারামেল স্লাইস, উম আলী এবং আরও অনেক কিছু বেছে নিতে পারেন। আমরা স্বাস্থ্য সচেতন জনতার জন্য চিনিমুক্ত মিষ্টিও অফার করছি।

দ্য বিস্টে আপনার গভীর রাতের সুহুরের জন্য, আমরা ইলিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বাটার মসলা, শেফ চয়েস সস উইথ গ্রিলড ফিশ ফিললেট, বিফ টেন্ডারলাইন স্টেক, মাটন রেজালা, বিফ কালা ভুনা সহ আরও অনেক মজাদার খাবারের অফার দিচ্ছি। সেইসাথে একটি লাইভ ওরিয়েন্টাল স্টেশন এবং অন্যান্য মুখোরোচক বিকল্প ব্যবস্থা রাখছি।

ক্রাউন টাওয়ারে ইফতার বুফে জনপ্রতি ৭৪৯৯ টাকা, দ্য ফ্লেয়ার অ্যান্ড দ্য বিস্টে সুহুর বুফে জনপ্রতি ৩৯৯৯ টাকা এবং ক্রাউন রেসিডেন্সে ইফতার বুফের দাম জনপ্রতি ৪৯৯৯ টাকা।

ইফতার এবং সুহুর দুটোর জন্যই নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে বাই ওয়ান গেট ওয়ান  এবং বাই ওয়ান গেট থ্রি  ফ্রি অফার রয়েছে৷ ইফতারের জন্য সূর্যাস্ত থেকে রাত ১০:৩০মিনিট  পর্যন্ত এবং সুহুরের জন্য রাত ১২:০০মিনিট থেকে ভোর পর্যন্ত সময় থাকছে।

বিস্তারিত তথ্য এবং বুকিং এর জন্য কল করুন +8801966662152

ইত্তেফাক/এএইচপি