মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় শাহাদাত হোসেন (৫২) নামে আরেকজন আহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।
জানা যায়, একটি প্রাইভেটকার মাদারীপুর থেকে শিবচর আসার পথে সাহেবেরহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মমিনুরকে মৃত্যু ঘোষণা করেন। আর এই দুর্ঘটনায় গুরুতর আহত শাহাদাত হোসেন নামের একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, মমিনুর একটি ট্রাভেল এজেন্সির মালিক। ওই এজেন্সির মাধ্যমে সৌদিতে লোক পাঠাতেন। আজ সকালে ঢাকা থেকে তার কাজে মাদারীপুর এসেছিলেন। এ সময় তার সঙ্গে ভাগিনা শাহাদাতও ছিলেন। তারা দুইজনে একসঙ্গে ওই ট্রাভেল এজেন্সি পরিচালনা করতো।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ঐশী বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে এখানে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই হাসপাতালে আসার আগেই মমিনুর মারা গেছেন।
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।