শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মামির সঙ্গে পরকীয়া ও বিয়ে, ভাগ্নের কবজি কাটার অভিযোগ

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২:০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মামির সঙ্গে পরকীয়ার জেরে যুবকের কবজি কাটার ঘটনায় মোশারফ হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন উপজেলার কয়ালাবাড়ি গ্রামের মৃত আয়েশ মণ্ডলের ছেলে। 

জানা যায়, উপজেলার ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সঙ্গে রুবেলের পরকীয়ার সম্পর্ক ছিল। ওই গৃহবধূ সম্পর্কে রুবেলের আপন মামি। বিষয়টি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এরই জেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রুবেলকে কলেজ পাড়া এলাকা থেকে এমেলির স্বজনরা তুলে নিয়ে গোড়াদহ বিলে মারধর করে ডান হাতের কবজি কেটে ফেলে। 

পরে আহত অবস্থায় রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতেই রুবেলের ছোট ভাই আবদুর রাকিব বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা করেন। 

এদিকে রুবেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী আবদুর রাকিব। 
 
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন, অভিযুক্ত মোশারফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এবি/পিও