পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণের সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শকসহ অন্তত সাত জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা শুভকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত ডিবি পুলিশ দক্ষিণের ওসি মো. আসলাম উদ্দিনসহ তিন ছাত্রলীগ কর্মীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদ্যঘোষিত কমিটি নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের পদবঞ্চিতরা হামলা চালিয়ে ইফতার বিতরণ কর্মসূচি পণ্ড করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জোতির্ময় বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনকে আসামি ও অপরদিকে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাওন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা করেছেন।
পুলিশ ঘটনার পর এজাহারভূক্ত ছাত্রলীগ কর্মী রেদোয়ান (২০), তুহিন (২০) রফিকুল ইসলাম (৩০) ও আল আমিন মাঝিকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
এ ঘটনায় মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও হামলায় জড়িতদের বিচার দাবি করে পৌর শহরের ব্যাংক পাড়া দলীয় কার্যালয় বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে সদ্যঘোষিত কমিটির ছাত্রলীগ নেতা কর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের একটি পক্ষ সদ্যঘোষিত কমিটির আয়োজনে মাসব্যাপী শ্রমজীবী, দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে হামলা চালায়। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা ও ডিবির ওসি আসলাম উদ্দিন এর ওপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।