কয়েকদিন আগেই জুম প্রায় ১৫০০ কর্মীকে ছাঁটাই করেছে। এমন অবস্থায় তাদের প্রধান প্রতিযোগী গুগল, মাইক্রোসফটকে টেক্কা দিতেই নতুন আপডেটের ঘোষণা দিয়েছে। তাদের নতুন আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা সঞ্চালিত মিটিং এর বিবরণের পাশাপাশি যুক্ত হচ্ছে প্রম্পটযুক্ত মেইলের সুবিধা।
তাছাড়া কোম্পানিটি তাদের অ্যাপকে আপনার কাজের শিডিউলারের বদলে একটি গুরুত্বপূর্ণ টুলে পরিণত করার চেষ্টা করছে। গত বছর থেকেই তারা ভিডিও কনফারেন্সের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত করার চেষ্টা করে আসছে। সেজন্য গত বছর থেকেই মেইল আর ক্যালেন্ডার সুবিধা যুক্ত করেছে জুমের সঙ্গে।
এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জুম আরও উন্নত করতে চাচ্ছে তাদের সেবা। মিটিং থেকেও এখন অনেক তথ্য পাওয়া যাবে জুমে। খুব শীঘ্রই এর নতুন আপডেট দেখতে পাওয়া যাবে।