শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেঞ্চুরি না পাওয়াটা বেশি কষ্টের: লিটন

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৯:৫০

সাম্প্রতিক সময়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে লিটন দাস বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হয়েছেন। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই ওপেনার হিসেবে তার কোনো জুড়ি নেই। উদ্বোধনী জুটিতে তার ব্যাটিংয়ের গতি সর্বক্ষেত্রে প্রশংসা লাভ করেছে।

ইংল্যান্ড সিরিজের পর চট্টগ্রামে সফরকারী আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। তবে এতেও তেমন উচ্ছ্বসিত নন লিটন দাস। সেঞ্চুরি না পাওয়াটা তার জন্য বেশি কষ্টের, অনেক আক্ষেপের। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড দলের বিপক্ষে খেলায় তিনি ৪৪ বলে করেছেন ৮৩ রান। তার এমন বিধ্বংসী ইনিংস খেলার ম্যাচে বল হাতে সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশ জয় পেয়েছে ৭৭ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ‘সাম্প্রতিক সময়ের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে। তবে এই মুহূর্তে রনি তালুকদারের ব্যাটিং আমাকে বেশ উৎসাহিত করছে। জুটি হিসেবেও রনির সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। তার ব্যাটিং আমি বেশ উপভোগ করি।’ 

এসময় ভালো উইকেট নিয়ে প্রশ্ন করা হলে লিটন জানান, ‘ভালো উইকেটে ভালো ক্রিকেট হবে এমন কোনো নিশ্চিয়তা দেওয়া যায় না।’

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘কোনো ক্ষেত্রে সেঞ্চুরিও করা যায়, আবার কোনো ক্ষেত্রে অল্পতেও শেষ হয়ে যায়। তবে বলতে হয়, সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি। ব্যাটিংয়ের পাশাপাশি আমাদের বোলিংও ভালো হচ্ছে। বিশেষ করে সাকিব ভাই, তাসকিন ভাই ও হাসান মাহমুদেরও ভূমিকার কথা বলতে হবে। সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেটের মধ্যে রয়েছি। ইংল্যান্ড সিরিজ ও আয়ারল্যান্ড সিরিজ ভবিষ্যতে আমাদের কাজে আসবে। আগামীর পথ চলার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।’ 

ওপেনার হিসেবে আগের জুটি ও বর্তমান জুটির পার্থক্যের কথা জানতে চাইলে লিটন কিছুটা ক্ষুব্ধ হয়েই যান। বলেন, ‘অতীতকে টেনে আনা ঠিক নয়। অতীত নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের চিন্তা চেতনা বর্তমানকে নিয়ে।’

গতকাল পর্যন্ত লিটন দাস ও রনি তালুকদারের জুটি এনে দিচ্ছে দারুণ শুরু। এখন অবধি ৫ ম্যাচে একসঙ্গে ইনিংস উদ্বোধন করে ৬৩.৮০ গড়ে ৩১৯ রান করেছেন তারা। ওভারপ্রতিও তারা রান নিয়েছেন ১০ এর বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন-রনি। 

ইত্তেফাক/এসএস