ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের বেশ কয়েক দিন পরেও উদ্ধারকারীরা বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন। ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কুইটো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আলাউসি শহরের কিছু অংশে কাদা, মাটি ও গাছের নিচে চাপা পড়া ৬৭ জনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ফেব্রুয়ারি মাস থেকে ভূমিধসের জন্য দুর্যোগ অঞ্চলটি সতর্ক অবস্থায় ছিল।
দেশটির সেক্রেটারিয়েট ফর রিস্ক ম্যানেজমেন্ট (এসএনজিআর) জানিয়েছে, রোববার (২৬ মার্চ) গভীর রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়েছে। প্রায় ৪৫ হাজার বাসিন্দা এবং কমপক্ষে ১৬৩ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন উদ্ধার অভিযান চলবে। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ২৪ হেক্টর এলাকাজুড়ে তিনটি আশ্রয়কেন্দ্র খুলেছে।
কয়েক মাসের ভারী বৃষ্টিপাতের পর গত সপ্তাহে দেশটির ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে সরকার।
এসএনজিআরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারী বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। রোববারের ভূমিধসের আগে ৭২টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৬ হাজার ৯০০ টিরও বেশি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।