শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:৪৪

আজ বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৪ হিজরি। জেনে নেওয়া যাক ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি।

নামাজের সময়সূচি

ফজর- ৪:৩৭ মিনিট।
জোহর- ১২:০৬ মিনিট।
আসর- ৪:২৯ মিনিট।
মাগরিব- ৬:১৮ মিনিট।
এশা- ৭:৩২ মিনিট।

আজকের ইফতার ও সেহরির সময়সূচি

ইফতার- ৬: ১৭ মিনিট
সেহরি- শুক্রবার (৩১ মার্চ) ভোর ৪: ৩০ মিনিট

সূর্যাস্ত ও সূর্যোদয়

আজ সূর্যাস্ত- ৬:১৩ মিনিট।
শুক্রবার (৩১ মার্চ) সূর্যোদয়- ৫:৫২ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে

খুলনা: +০৩ মিনিট।
রাজশাহী: +০৭ মিনিট।
রংপুর: +০৮ মিনিট।
বরিশাল: +০১ মিনিট।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন।

ইত্তেফাক/আর

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন