পাকিস্তান ক্রিকেট দলের বোলিং ও ব্যাটিং কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল ও ব্যাটার অ্যান্ড্রু পুটিক। ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থারকে পরামর্শদাতা হিসেবে আনতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচিং গ্রুপটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দূর থেকে দলের পরিচালকের কাজটি করতে পারেন আর্থার। দলের কোচিং প্যানেলেও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। পুরো কোচিং প্যানেলই বিদেশিদের দ্বারা গঠিত।
পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দলটির সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন। দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে ক্লিফ ডিকনকে এবং স্ট্রেংথ-কন্ডিশনিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন ড্রিকাস সাইমান। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লৌক্ষ্ণ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মরকেল। আইপিএল শেষে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলে যোগ দিবেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের বোলিং কোচ ছিলেন মরকেল।
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএ টুয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মরকেল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নারী দলের সঙ্গেও যুক্ত ছিলেন মরকেল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্টে ৩০৯, ১১৭ ওয়ানডেতে ১৮৮ ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নেন মরকেল।
আগামী মাসে পাকিস্তান দলে যোগ দিবেন ৪২ বছর বয়সী পুটিক। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নারী দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন পুটিক।