প্রায় ১ বছর পর জীবিত হলেন আবুল কাশেম (৭৩) নামের এক ব্যক্তি! তবে ঘটনাটি বাস্তবে নয়। ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবুল কাশেমকে মৃত দেখানো হয়। কিন্তু জীবিত থেকেও বিষয়টি জানতেন না বৃদ্ধ আবুল কাশেম। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে।
জানা যায়, ১ বছর আগে তার ভোটার আইডি কার্ড অজ্ঞাত কারণে বাতিল হয়ে যায়। ফলে এই জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করতে পারেননি। বিভিন্ন দপ্তরে গেলে বলা হয় তার কার্ডটি বাতিল হয়ে গেছে বা অনলাইনে এর কোনো তথ্য পাওয়া যায় না। অনেক চেষ্টা করে দীর্ঘ ১ বছর পর জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নামটি মৃত হিসাবে বাদ দেওয়া হয়েছে। পরে উপজেলা নির্বাচন অফিসে বিষয়টি জানিয়ে নতুন আইডি কার্ডের আবেদন করেন। অবশেষে মঙ্গলবার নির্বাচন অফিস থেকে আবুল কাশেমকে জীবিত দেখিয়ে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয়।
আবুল কাশেম বলেন, ভোটার আইডি কার্ড কার্যকর না থাকায় বয়স্ক ভাতার একটি কার্ড করার জন্য অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি। ফলে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, আবুল কাশেমকে ভোটার তালিকার হালনাগাদে মৃত দেখানোর বিষয়টি দুঃখজনক। যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব পালন করেছেন তাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। তবে আবুল কাশেমের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তার ভোটার তালিকা সংশোধন করে নতুন আইডি কার্ড করে দেওয়া হয়েছে।