শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পঙক্তিমালা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৩:২৮

উদাসী হাওয়া
লুব্ধক মাহবুব

আমি জানি তুমি আসবে,
পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে।
অথবা
ভোরের কুয়াশা হয়ে সিক্ত করতে...
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে
আমায় রঙিন সাজাতে...
অথবা শীতের চাদর হয়ে
আমায় উষ্ণতা দিতে...
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে
মনটা আমার দোলাতে
অথবা বৃষ্টির টুপটাপ
শব্দে উদাসী করতে...
তবে, আমি যে থাকব না তখন?
কী হবে তোমার এসে?

 

আমাদের প্রেম হয়ে গেছে
নিজাম বিশ্বাস

আমাদের প্রেম হয়ে গেছে—
শহরের অলিতে গলিতে
গড়ে উঠেছে যাত্রীছাউনি,
নির্বিবাদে বৃষ্টিতে হলো না ভেজা
 
স্লোগানমুখর দেয়ালে জন্মেছে
শ্যাওলার গ্রাফিতি

আমাদের প্রেম হয়ে গেছে—
উড়াল পথের স্বপ্নে বিভোর ঢাকা,
হুডতোলা রিক্সায় হলো না যাওয়া

বুকের গহিন ছিঁড়ে চলে গেছে
মেট্রোরেলের চাকা
কংক্রিটের দোয়েল শিস দেয় হুইসেলে

 
ডাল-ভাতের গন্ধ
আবু আফজাল সালেহ 

ডাল রাঁধার ঘ্রাণ আসে বাতাসে
লোভনীয় হয়ে
গ্রামের মেয়ে রাঁধে ওই কুটিরে।

তার কাছে যাও
এবং ভাত আর ডালের গন্ধ
শুঁকে নিয়ে এসো
তারপরে এসো আমার কাছে
ঐশ্বর্য নিয়ে যাও।
 

শোভা
জহিরুল কায়সার তালুকদার

যমুনার জলে হাবুডুবু মন
সকাল-সন্ধ্যে সারাটি ক্ষণ।
কিবা করি হায়!
আহা প্রাণ যায়...
রক্তজবার ঘ্রাণে।
কুয়াশায় ভিজে মিছেমিছি সুখ,
তবুও কী দোষ! আশাহত বুক।
জোছনা ধোয়া রূপকলি শোভা,
টলমলে রূপ; যেন মনোলোভা।
বৃন্দাবনের পথে...
প্রেমলীলা রথে
বাঁশরি যায় হেঁটে।
শিশিরের বুকে মৃদু আলোর খেলা
ঢেউয়ে দোলে তেজপাতার ভেলা।
 
জীর্ণ হূদয়ে ঝরে তিক্ত নোনাজল
পাথুরে ঘাটে রয় প্রেমে দোলাচল।
অভিমানী মন...

মেঘে ঢাকে বন
শশীর বুক কেটে।
লাল কালো নীলে বয় অমৃত সুধা,
হিরন্ময় চোখে খেলা করে ক্ষুধা।

ডুব
সঞ্জীব চট্টোপাধ্যায়

কুয়াশা মাখা একটা সফেদ আকাশ
পাখির ডানায় ভিজে জল হয়ে গেল।
রুক্ষতাকে সঙ্গী করে যেন কোনো ম্লান
পুকুরের দীর্ঘ চুলে
রোদ হয়ে নামছে
শীতে জলকেও তুমি মনে হয়
কোন ঘাটে ডুব দেব বলে দাও।

নীরবতার জলরং
আগুনের দিকে নিয়ে যাবে ঠোঁট
সাদা ধুঁয়ো মুছে এখন
জলরঙের প্রতি আগ্রহ বাড়ছে।
এই নীরবতা আমি অস্বীকার করি
টিকটিকির লেজের ওপর ঘড়ির কাঁটা
সেও কী শুনছে,
একনাগাড়ে বেজে চলেছে দেহঘড়ি
যেন শিকার করছে ব্যর্থতা!

 
অন্তত একবার
সাইফুল ইসলাম

আমার গাঁয়ের গাছে গাছে
গায় পাখি গান
কিচিরমিচির শব্দে উজালা মন
মন রংধনু উঠোন।
 
ফুল আছে, পাখি আছে, অগণিত গাছ
নির্মল বাতাস বিমুগ্ধ নয়ন, শুষে নাও সুখ
মাঠ ভরা ফসল
মিটে যাবে সকল দুঃখ।
 
আছে শাপলা শালুকের ঝিল
ডিঙি চড়ে কাটাবে গোধূলিবেলা
এসো প্রিয় দেখিবে ঘুরে
জটাই বিলের শোভা চৌহদ্দি সবুজের মেলা।
 
গ্রাম আমার বিনোদন বাগান
অন্তত একবার বিলাসী শহর ছেড়ে
এসো আর কিছু না হোক গাঁয়ের গল্প
বলো বসে সবুজ ঘাসের পরে। 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন