সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৭.৪ মেগাওয়াট ক্ষমতার

কাপ্তাইয়ে আরেকটি সোলার প্যানেল বসানোর প্রস্তুতি

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৫:০০

কাপ্তাই প্রজেক্ট এলাকায় নতুন আরেকটি সোলার প্যানেল বসানোর প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এই সোলার প্যানেল থেকে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুত্ উৎপন্ন হবে। নতুন সোলার প্যানেল বসানোর জন্য জায়গাও ঠিক করা হয়েছে। অচিরেই নতুন সোলার প্যানেল বসানোর কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই প্রজেক্ট এলাকায় নতুন সোলার প্যানেল বসানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ব্রিকফিল্ড এলাকায় নতুন সোলার প্যানেল বসানো হবে। এই সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হলে এখান থেকে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত উল্লেখ্য কাপ্তাই প্রজেক্ট এলাকায় ইতিপূর্বে আরেকটি সোলার প্যানেল বসানো হয়েছিল। ঐ সোলার প্যানেলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। ঐ সোলার প্যানেল থেকে বর্তমানে ৭ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই সোলার প্যানেল থেকে অতিরিক্ত আরও ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।

প্রসঙ্গত উল্লেখ্য কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে ভয়াবহ পানির সংকটে রয়েছে। কাপ্তাই লেকে বর্তমানে ৭৬ ফুট মিন সি লেভেল পানি রয়েছে। এই পানির স্তর ৭০ ফুট মিন সি লেভেলে নেমে আসলে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে কাপ্তাই প্রজেক্ট এলাকায় ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন সোলার প্যানেল বসানোর খবরকে সবাই ইতিবাচক বলে অভিহিত করেছেন।

ইত্তেফাক/এমএএম