সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একদিন বিশ্বসেরা বোলিং ইউনিট হবে প্রত্যাশা তাসকিনের

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:০৫

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে গতকাল চট্টগ্রামে তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে প্রথম দুই ম্যাচের মতো উড়তে দেখা যায়নি টাইগারদের। এদিন একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। শুধু ব্যাট হাতে লড়াই করেছিলেন শামীম পাটোয়ারী। তার খেলা ৪২ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশ আইরিশদের সামনে ১২৫ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ৬ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় সফরকারীরা।

এদিকে ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার ওঠে টাইগার পেসার তাসকিন আহমেদের হাতে। গতকাল সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে তাসকিন বলেন, ‘আমার নিজের ওপর বিশ্বাস ছিল। উইকেট ফ্ল্যাট নাকি অন্যকিছু তা ভাবিনি। আমি আমার শক্তির জায়গা নিয়েই কাজ করেছি। দিনশেষে আমি ভালো বোলিং করে দলকে সহায়তা করেছি। আমরা অনেক পরিশ্রম করেছি। সেখান থেকেই আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আশা করি একদিন বিশ্বের সেরা বোলিং ইউনিট হবে আমাদের।’

এর আগে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। তিন ম্যাচের প্রথম ম্যাচে তাসকিন ২ ওভার মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে সাকিবের ফাইফার শিকার করার দিন ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া গতকাল হারের দিনও তিন উইকেটের মধ্যে একটি শিকার করেছিলেন তিনি। এদিন ৪ ওভার বল করে খরচ করেছেন ২৮ রান। সবমিলিয়ে ৩ ম্যাচে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন।

ইত্তেফাক/এসএস