বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বাজে একটা দিন ছিল আমাদের’

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:১৫

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ-সেরা হয়ে, খেলা শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘আজকে (গতকাল) হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস পড়েছে। এরকম লক্ষ্য না থাকলে কিন্তু দুইটা ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা, যা আমাদের বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের উদ্দেশ্য থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

নতুন ‘ব্র্যান্ড’ ও ‘ইন্টেন্ট’-এর ক্রিকেটের কথা বেশ কয়েক দিন ধরেই চলছে বাংলাদেশের ক্রিকেটে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আক্রমণাত্মক মনোভাব দেখানোর চেষ্টা ছিল সবার। তাতে সাফল্যও মিলেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ, এরপর আয়ারল্যান্ডকেও প্রথম দুই ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর শামীম পাটোয়ারীর হাফ সেঞ্চুরিতে ১২৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে ৩৬ বল আগে ম্যাচ হারে ৭ উইকেটের ব্যবধানে। উইকেট পড়লেও ব্যাটারদের মধ্যে ছিল শট খেলার তাড়না। 

সংবাদ সম্মেলনে সেই বিষয়টি উল্লেখ করে তাসকিন বলেছেন, ‘এমন ইন্টেন্টে খেলাতেই আগের দুই ম্যাচে ২০০ ছাড়িয়েছে দলের রান। কিছু কিছু দিন হয়তো খেলায় ধস নামবে। এটা আমরা মেনে নিয়েই এগোবো। এমন না যে ভয়-ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থতার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাসকিন বলেছেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে গতকাল দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু লক্ষ্য আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে, গতকাল দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আসলে আরেকটু ভালো ব্যাটিং করলে হয়তো, আমরা করলেও করতে পারতাম, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যবশত এটা হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইন্টেন্ট এমন ছিল যে, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। গতকাল বাজে একটা দিন ছিল আমাদের।’ ব্যাটিংয়ের সময় ড্রেসিংরুমের বার্তা কী ছিল? এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘এটা তো আমাদের একদম একান্তই ভেতরের কথা। এটা কোচ ও খেলোয়াড়দের মধ্যে থাকা ভালো।’

তবে নিজেদের অ্যাপ্রোচ নিয়ে তাসকিন একা নয়, ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও একই কথা বলেছেন। ম্যাচ শেষে পুরস্কার নিয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই, তাতে এরকম হতে পারে। আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাই, কখনো কখনো তা কাজে লাগবে না। আজকে সেই দিন, যেদিন কার্যকর হয়নি।’ 

এ সময় নিজেদের এই অ্যাপ্রোচ বদলাতে চায় না উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ আমি বদলাতে চাই না। আমরা যদি খুব ভালো দল হয়ে উঠতে চাই, এভাবেই আমাদের খেলে যাওয়া উচিত এবং ঠিক এটাই আমরা করছি। কখনো এটা কাজে লাগবে, কখনো আমরা ব্যর্থ হব। তবে এভাবেই হয় এটা।’

এদিকে গতকাল টানা ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে ৫ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখেছে বাংলাদেশ। শুক্রবার জয় পেলে বিশ্ব চ্যাম্পিয়নদের পর আয়ারল্যান্ডকেও এ ফরম্যাটে হোয়াইটওয়াশ কারার গৌরব যুক্ত হতো টাইগারদের ঝুলিতে। তবে তা না পারায় হতাশ নন সাকিব। শেষ ম্যাচ হারার পর অধিনায়ক কৃতিত্ব দেন প্রতিপক্ষ দলকে। বলেন, ‘সত্যি বলতে, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দুটি ম্যাচে খুব ভালো করেছি। আমরা ভালো করতে পারিনি। দিনটি আমাদের ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত, তারা হাল ছাড়েনি এবং আজকের দিনটি ছিল তাদের।’

ইত্তেফাক/এসএস