মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৫৩

মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে ওমান বিএনপি। শুক্রবার ৩১ মার্চ ওমানের মাস্কাট শহরের একটি চার তারকা হোটেলের বল রুমে করা হয় এই আয়োজন।

বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম হারুন রশিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহির রাজা ও দপ্তর সম্পাদক ইসমাইল ভুইয়ার যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি জানে আলম, সহ-সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির রাজা, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল রিপন অর্থ সম্পাদক আনোয়ার, বিএনপি নেতা জাহাঙ্গীর ও জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে বর্তমানে কোন গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, কীভাবে স্বাধীনতা এনেছিল আমাদের দেশের মুক্তিযোদ্ধারা সবার জানা আছে। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।

মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইত্তেফাক/এসসি