ভারতে নেটমাধ্যমে সম্প্রতি এক আজব ভিডিও ভাইরাল হয়েছে । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন নববধূ আজব দাবি নিয়ে হাজির হয়েছেন থানায়। তার দাবি একটাই, প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে হবে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কেঁদে কেঁদে নববধূ বলছেন, ‘‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে।’’ আসলে নতুন কনে প্রেমিককে বিয়ে করতে চান বটে, তবে তার স্বামীকে তিনি ছাড়তে নারাজ। মহিলার এই দাবি শুনে পুলিশকর্মীরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে তিনি রেগে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি করতে শুরু করেন। রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড় মারেন তিনি।
তার স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছেন। ওই নারীর স্বামী বলেন, ‘‘ও আমাকে এক দিন বলে, ও প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানাচ্ছে সে।’’
তবে , প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।