ফরিদপুরের মধুখালীতে শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে ভুক্তভোগী ইয়ামিন মৃধার বাড়িতে খোঁজ-খবর নিতে গিয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এ আশ্বাস দেন।
জানা যায়, ফরিদপুর জেলা প্রশাসক ইয়ামিন মৃধার বাড়িতে খোঁজ-খবর নিতে গিয়ে যান। এ সময় জেলা প্রশাসক ইয়ামিন মৃধার পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ২০ হাজার টাকা আর্থিক সাহায্য ও খাদ্য-সামগ্রী উপহার দেন। এছাড়া ইয়ামিন মৃধার সন্তানের লেখাপড়া ও দুই শতাংশ জমিসহ একটি ঘর প্রদানের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ আরও অনেকে।
গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজুকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।