চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা মোহামেডানে নাম লিখিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শনিবার (১ এপ্রিল) মোহামেডানের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন সাকিব।
সাভারের বিকেএসপিতে শেখ জামালের মোকাবিলা করে মোহামেডান। ম্যাচ শেষে হেলিকপ্টারে বিকেএসপি ছাড়েন সাকিব। সন্ধ্যায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতেই হেলিকপ্টারে করে দ্রুত বিকেএসপি ছাড়েন সাকিব। একটি মোটর বাইক কোম্পানির ব্যান্ড এম্বাসেডর সাকিব। সেই মোটর বাইক কোম্পানির অনুষ্ঠানে সময় মতো যোগ দিতেই সড়কপথে রওনা না দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে রওনা দেন সাকিব।
মোহামেডানের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। তার দল ২২ রানে জিতলেও সাকিবের পারফরম্যান্স ছিল একেবারে সাদামাটা। ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি বল হাতে ছিলেন উইকেটে শূন্য।