শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অপহরণের ২৪ দিনেও উদ্ধার হয়নি মা-ছেলে

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৪১

গাজীপুরে অপহরণের ২৪ দিনেও মা ও ছেলে উদ্ধার হয়নি। গত ৯ মার্চ নগরীর পূবাইল থানার কামারগাঁও এলাকার নাজমুল হকের স্ত্রী জাকিয়া আক্তার রুমা (৩২) ৬ বছরের শিশু সন্তান নাঈমুল হককে নিয়ে বাসায় ফেরার পথে সন্তানসহ অপহরণের শিকার হন। এ ঘটনায় গত ১৩ মার্চ রুমার স্বামী নাজমুল হক বাদী হয়ে ভাই আজমুল হক ও তার স্ত্রী তানিয়া হককে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ অভিযুক্ত আজমুল (৪৫) ও তার স্ত্রী তানিয়া (৩৫) এবং তানিয়ার সঙ্গে মোবাইল কললিস্টের সূত্র ধরে পাবনার জয়নগর থেকে হাকিম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করলেও ঘটনার কোনো কূলকিনারা করতে পারছে না। ফলে ঘটনার ২৪ দিন পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি অপহরণের শিকার মা-ছেলে।

অপহৃতের স্বামী নাজমুল হক জানান, পরিবার নিয়ে পূবাইল কামারগাঁওয়ের বসবাস করেন। একই বাড়িতে বড় ভাই আজমুল হকও বাস করেন। বড় ভাই আজমুলের স্ত্রী তানিয়া মাদক কারবারসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িত। বিভিন্ন অপরিচিত লোকজন ওই বাড়িতে তানিয়ার কাছে আসা-যাওয়া করে। তিনি ও তার স্ত্রী রুমা এসব বিষয়ে প্রতিবাদ করতেন। তাই তাদেরকে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করতো তানিয়া। বড় ভাই আজমুল হকও তানিয়াকে আস্কারা দিতেন। ফলে স্ত্রী-সন্তানকে তারাই অপহরণ করেছে বলে নাজমুলের ধারণা। 

এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগ করে নাজমুল বলেন, আমার নিজেরও এখন কোনো নিরাপত্তা নেই। তাই টঙ্গীতে এক আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। স্ত্রী ও একমাত্র সন্তানের চিন্তায় খাওয়া-ঘুম ছেড়ে দিয়েছি।

পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কোনাবাড়ি এলাকা থেকে রুমার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। একজন দিনমজুর মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে কুড়িয়ে নেন।

ইত্তেফাক/এবি/পিও