ঢাকা প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছিলো না ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। লিগে সবশেষ খেলা তাদের ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছে কোনো প্রকার লড়াই না করে বাকি একটি ম্যাচ বৃষ্টির জন্য হয় পরিত্যক্ত দলটি পায় ১ পয়েন্ট, এটি ছিল এই কয়েক দিনে সাদাকালোদের অর্জন। তবে গতকাল সাকিব আল হাসানসহ জাতীয় দলের আরো দুই ক্রিকেটার দলে ফেরার পর আসরের প্রথম জয়ের দেখা পায় মোহামেডান।
চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট ম্যাচের আগে একদিন সময় পেয়েছিল সাকিব-মিরাজরা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠে মোহামেডান কর্তৃপক্ষ মাঠে নামিয়ে দেয় তাদের। জাতীয় দলের সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর রনি তালুকদারকে পেয়েই যেন রূপ বদলে যায় সাদাকালোদের। গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে নিজেদের ষষ্ঠ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নামে মোহামেডান।
এ ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসের বদলে নেতৃত্বের দায়িত্ব পালন করেন সাকিব। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান সংগ্রহ করে ২৯০ রান। সাকিব ব্যাট হাতে করেছিলেন কেবল ৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারেই ২৬৮ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে ২২ রানে জয় পায় মোহামেডান।
এদিকে সাকিবরা দলে যোগ দেওয়ায় মোহামেডান আসরের প্রথম জয় পেলেও এ ম্যাচ শেষ হওয়ার আগে হেলিকপ্টারে চলে মাঠ ছাড়েন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ম্যাচে নিজেদের ব্যাটিং শেষে যখন বোলিংয়ে নামে মোহামেডান তখন দুই স্পেলে বোলিং করে দ্রুত নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করে ফেলেন সাকিব। যদিও এ ম্যাচে কোনো উইকেট পাননি। তবে রান দেওয়ার ক্ষেত্রে করেন কৃপণতা। মাত্র ৩১ রান দিয়েছেন তিনি। এরপরই মাঠ ছেড়ে চলে যান এ অলরাউন্ডার।
জানা গেছে, সাকিব মাঠ ছাড়ার পর দলের নেতৃত্বের বাকি দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস। সাকিব সেখান থেকেই সোজা হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তখনও জানা যায়নি সাকিব এত তাড়াহুড়া করে যাচ্ছে কোথায়। পরে অবশ্য জানা যায় যে টাইগার ‘পোস্টার বয়’ তেজগাঁওয়ে বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ামাহার এক সংবাদ সম্মেলনে অংশ নিতেই এত তাড়াহুড়ো করে মাঠ ছেড়েছিলেন।