চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ২০১১ সালের আজকের (২ এপ্রিল) দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারতের বিশ্বকাপ জয়ের যুগপূর্তির দিনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রোববার (২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে লোগো উন্মোচন করা হয়। এবারের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। সমর্থকদের ৯টি আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ এই নয়টি আবেগের কথা মাথায় রেখে লোগোটির নামকরণ করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের।