শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

র‍্যাগিংয়ের পুনরাবৃত্তি হলে হাইকোর্টের দরকার হবে না, আমরাই যথেষ্ট: ইবি উপাচার্য

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৭:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং জাতীয় ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে হাইকোর্টের দরকার হবে না, আমরাই এর জন্য যথেষ্ট। তার জন্য যদি আমার চাকুরি বা জীবনের ঝুঁকিও নিতে হয় আমি সেটাই নেবো। 

রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যাগিং বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, আজকে র‍্যাগিং এমন এক অপরাধ যার জন্য হাইকোর্টের নির্দেশনা দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা যাদের ওপর জাতি ভরসা করে তাদের জন্য এটা খুবই লজ্জাজনক। আমাদের অঙ্গীকার হোক আগামীতে যেন র‍্যাগিং বিরোধী এই ধরনের মিছিল, প্রচার-প্রচারণা কিংবা সভা সমাবেশ না করতে হয়। এটা আমাদের মর্যাদা দেয় না। 

এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যাগিং বিরোধী র‍্যালি শুরু হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় র‍্যালিতে অ্যান্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান অংশগ্রহণ করেন। 

এছাড়া অনেকের মধ্যে শিক্ষক সমিতির সহ সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মণ্ডল, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এআই