যশোরের চৌগাছায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ নেতা আজাদুর রহমান খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজাদুর রহমান খান চৌগাছা উপজেলা যুবলীগের সহসভাপতি এবং উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩১ মার্চ) মামলাটি করেন যুবলীগ নেতা আজাদুর রহমানের আপন চাচা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান। এই মামলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে চৌগাছা থানার পুলিশ।
উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, আজাদ রহমান বর্তমানে যুবলীগের দলীয় কোনো পদে নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি নির্বাচন করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
জানা যায়, আজাদুর রহমান পূর্ব থেকেই চাচা তবিবর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিল। তাদের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিক কারণে পূর্ব শত্রুতা চলছিল। এর জেরে ২৯ মার্চ দুপুরে আজাদুর রহমান ও তার ভাই আসাদুর রহমানসহ ধারালো ছুরি নিয়ে চাচা তবিবর রহমানের বাড়িতে যায়। এতে প্রাণের ভয়ে তবিবর রহমান পালিয়ে যায়। এ সময় আজাদ ও তার ভাই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এবং ঘর থেকে ২ লাখ ২০ হাজর নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তবিবর রহমান বাদী হয়ে দুইজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আজাদ রহমানকে রোববার আদালতে পাঠানো হয়েছে।