শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিউজিল্যান্ডের সহকারী কোচ হলেন সাকলাইন

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৮:৫৬

আসন্ন পাকিস্তান সফরের জন্য দেশটির সাবেক স্পিনার ও সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাককে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।  এপ্রিলে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক।

জিও নিউজকে নিজেই এ খবর নিশ্চিত করেছেন সাকলাইন। তিনি বলেন, ‘স্বল্প সময়ের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব গ্রহণ করেছি আমি। শুধুমাত্র পাকিস্তান সফরে থাকাকালীন নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করবো। আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি এবং ১২ এপ্রিল ফেরার পর নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেবো।’

পাকিস্তান দলের সাথে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাকলাইনের চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর এখনও কোচ হিসেবে কাউকে নিয়োগ দেয়নি পিসিবি। কোচিং প্যানেলে পরামর্শক হিসেবে মিকি আর্থারকে নিয়োগ করতে পারে পিসিবি। আগামী ১৪ এপ্রিল থেকে টি-টোয়েন্টি ও ২৬ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন