মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রেন চালু হবে ভাঙ্গা থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত: চিফ হুইপ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২০:৩০

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ভাঙ্গা থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন। পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ঢুকতে গেলে যানজটে পড়তে হয় কিন্তু রেলে এই যানজট থাকছে না।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু অভিমুখে যাত্রা করা বিশেষ ট্রেনে বসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চীফ হুইপ বলেন, মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সীগঞ্জের প্রচুর লোক বিদেশ থাকেন। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে পারবেন।

তিনি আরও বলেন, ভাঙ্গা থেকে শিবচর হয়ে এখন ট্রেনে যাচ্ছি। একসময় এখান থেকে মালিগ্রাম পর্যন্ত নৌকায় যেতে হতো। পদ্মায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা লাগতো। দক্ষিণাঞ্চলে সরকারি কর্মকর্তা আসতে চাইতো না। এখন পদ্মা সেতু হওয়ার পর রেল চালু হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ও আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ম‌জিবুর রহমান চৌধুরী নিক্সন, সংসদ সদস্য ও  আওয়ামী লী‌গের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য নাঈম রাজ্জাক, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও