৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপার স্বাদ পায় লাতিন দেশটি। দীর্ঘ অপেক্ষা শেষে বিশ্বজয়ের উল্লাস বাধভাঙা হবে, সেটাই তো স্বাভাবিক। তবে সেই উদযাপনে মাত্রা ছাড়িয়ে যান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে 'ব্যাঙ্গ' করে গান গাওয়া, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে মঞ্চে উঠে অশ্লীল ভঙ্গি, আর আর্জেন্টিনায় ফিরে এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপন- কিছুই বাদ দেননি এই গোলরক্ষক। মার্টিনেজের এমন আচরণ ভালোভাবে নেয়নি ফুটবল বিশেষজ্ঞরা। বেশ সমালোচিতও হন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া এই গোলরক্ষক।
সেই সমালোচনা এখনও থামেনি। এবার যেমন করলেন ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফরিন। শুধু মার্টিনেজ নয়, মেসিকেও তিরস্কার করেছেন তিনি।
আর্জেন্টিনার সাংবাদিক সেবাস্তিয়ান ফেস্ট এবং ফরাসি সাংবাদিক আলেকজান্দ্রে জুইলার্ড মিলে ‘মেসিয়ানিকো’ নামে একটি বই লিখেছেন। ওই বইয়ে একটি অংশে মেসি ও মার্টিনেজকে নিয়ে কথা বলেছেন উয়েফা প্রেসিডেন্ট সেফরিন। তিনি বলেন, 'মেসির উচিত ছিল সেদিন মার্টিনেজকে থামানো। কিন্তু তিনি তা করেননি।'
মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী সেফরিন বলেছেন, 'আমি বুঝতে পারছি না কেন দিবু (মার্টিনেজ) এমবাপ্পেকে উপহাসছে। করে মেসির উচিত ছিল তাকে সম্মান দেখাতে বলার। কেননা মেসিকে সারা বছর এমবাপ্পের সঙ্গেই খেলতে হয়।'
সেরা গোলরক্ষকের পুরস্কার মঞ্চে উঠে অশ্লীল ভঙ্গি করা প্রসঙ্গে উয়েফা প্রেসিডেন্ট আরও বলেন, 'তুমি বিশ্বকাপ জিতেছ ভালো কথা! উদারতা দেখাও, তুমি তো আর সেকেলে নও। সে ভালো গোলরক্ষক হতে পারে, তবে ভালো মানুষ নয়।'