ইতালিয়ান ল্যান্ডস্কেপ শিল্পী দারিও গাম্বারিন ভেরোনার কাস্টাগনারো মরুভূমিতে ট্র্যাক্টর ব্যবহার করে কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি প্রতিকৃতি তৈরি করেছেন। তিনি দাবি করেন, স্প্যানিশ শিল্পীর যে প্রতিকৃতি তিনি তৈরি করেছেন তা বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ড পোর্ট্রেট। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তিনি ১৯০৭ সালে পিকাসোর স্ব-প্রতিকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ভূমিতে এই প্রতিকৃতিটি তৈরি করেছিলেন। পাবলো পিকাসো বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী। তিনি ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূলের মালাগা শহরে জন্মগ্রহণ করেন।
পিকাসো ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সের মৌজাইয়ে মৃত্যুবরণ করেন। গ্যাম্বারিন বলেন, 'আমি পিকাসোকে উৎসর্গ করে বিশাল প্রতিকৃতি তৈরি করেছি। কারণ, তিনি সেই শিক্ষকদের মধ্যে একজন, যার কাছ থেকে আপনি কখনই শেখা বন্ধ করবেন না।'
দারিও গাম্বারিনি উত্তর ইতালির একটি মাঠে বিখ্যাত ব্যক্তিদের বড় বড় প্রতিকৃতি তৈরির জন্য বিখ্যাত। ২০১৩ সালের নভেম্বরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৫০ তম মৃত্যুবার্ষিকীর আগে তার প্রতিকৃতি তৈরি করেছিলেন।
একই বছর তিনি ২৫ হাজার বর্গ মিটার মাঠে একটি ট্র্যাক্টর ব্যবহার করে পোপ ফ্রান্সিসের একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিকৃতি আঁকা হয়েছিল।
একই সঙ্গে তিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রতিকৃতিও এঁকেছেন। গাম্বারিনের আঁকা অন্যান্য বিখ্যাত প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, রেনেসাঁ চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বেশ কয়েকটি মানচিত্রও তৈরি করেছিলেন।