মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবা খুঁজছেন ছেলের লাশ, তিন দিনেও মেলেনি সন্ধান

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০:১৭

বাগেরহাটের মোংলায় সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনবিভাগের অভিযানে বড় ভাই আটক হয়ে জেলহাজতে, আর ছোট ভাই নিঁখোজ রয়েছেন। নিখোঁজের সন্ধানে পরিবার ও এলাকাবাসী ট্রলার নিয়ে বনের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।  

জানা যায়, উপজেলার পশ্চিম চিলা গ্রামের মিঠুন নাথের বড় ছেলে সাগর নাথ (২৫) পেশায় জেলে আর ছোট ছেলে হিলটন নাথ (১৯) একটি কোম্পানিতে চাকরি করেন। শুক্রবার (৭ এপ্রিল) ছুটি থাকায় বড় ভাই সাগরের সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যান ছোট ভাই হিলটন। জাকির হোসেন ও অসিম শেখ নামের আরও দু’জন জেলে তাদের সঙ্গে ছিলো। 

সেদিন রাতে করমজল সংলগ্ন ৮ নম্বর খালে মাছ ধরার সময় অভিযান চালায় বনবিভাগ। বনবিভাগের কর্মীরা তাদের নৌকায় ওঠে জেলেদের মারধর শুরু করলে একপর্যায়ে হিলটন খালে পড়ে স্রোতের তোড়ে তলিয়ে যায়। হিলটনকে খোঁজাখুজি করে না পেয়ে আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বনবিভাগ। নিখোঁজ হওয়া হিলটনকে শনিবার সকাল থেকে খুঁজতে শুরু করেন তার বাবা মিঠুন নাথসহ গ্রামবাসী। সোমবার সকালেও ট্রলার নিয়ে বনের অভ্যন্তরে খোঁজ করে।

চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, শুনেছি ওই জেলেরা পাস নিয়ে মাছ ধরতে সুন্দরবনে গিয়েছিলো। তাদের মধ্যে হিলটন খালে পড়ে নিখোঁজ রয়েছে। কিভাবে নিখোঁজ ও মারা গেছেন জানি না।  

চাঁদপাই রেঞ্জের ষ্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, এ বিষয়ে কিছু জানিনা, এসিএফ স্যারের ( সহকারী বনসংরক্ষক) সঙ্গে কথা বলেন। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। নিখোঁজ কোথায় হয়েছে, না হয়েছে, কেউ দেখেছে কিনা, সেটি অভিযানকারী এসিএফের (চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মাহবুব হাসান) সঙ্গে কথা বলে জানাব।

এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মাহবুব হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এবি/পিও