শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:১১

কুমিল্লায় পরকীয়ার জেরে রেজাউল করিম ওরফে রাজা মিয়া নামে এক পরিবহন ব্যবসায়ী হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

নিহত রাজা মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরাতন চরচাষি গ্রামের মৃত ছোয়াব আলী বেপারীর ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে কুমিল্লার দাউদকান্দির দক্ষিণ সতানন্দি গ্রামে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন দাউদকান্দির দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই গ্রামের নিহত রেজাউল করিম ওরফে রাজা মিয়ার স্ত্রী আলো আক্তার (৩০) ও চান্দিনার বশিকপুর গ্রামের আবদুস সামাদ সরকারের ছেলে মো. রাসেদ সরকার (২৮)।

জানা যায়, ২০১৪ সালের ১৩ জুন দাউদকান্দির নিজ বাড়ির উঠান থেকে পুলিশ রাজা মিয়ার লাশ উদ্ধার করে। পরদিন নিহতের ভাই মো. খাজা মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সন্দেহভাজন হিসেবে পুলিশ নিহত রাজা মিয়ার স্ত্রী আলো আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আলো জানায়- পরকীয়ার কারণে পূর্বপরিকল্পনা করে তাপস চন্দ্র শীল ও রাসেদ নামে দু’জনের সহযোগিতায় তার স্বামী রাজা মিয়াকে খুন করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাপস চন্দ্র শীল ও রাসেদকে গ্রেপ্তার করে। পরে তারা হত্যার দায় স্বীকার করে আদালতেও জবানবন্দি দেয়। পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ৩ নভেম্বর তাপস চন্দ্র শীল, নিহতের স্ত্রী আলো আক্তার ও মো. রাসেদ সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নজরুল ইসলাম বলেন, এ মামলায় আদালত ২১ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মো. রাসেদ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

ইত্তেফাক/এবি/পিও