সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সানের মুখে ঘুষি মেরে নিষিদ্ধ মানে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২:৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারার পর ড্রেসিং রুমে সতীর্থ লেরয় সানের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড সাদিও মানে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি।

স্থানীয় দৈনিক  বিল্ডের এক রিপোর্টে বলা হয়, মঙ্গলবারের পরজয়ের পর ম্যানসিটির সাবেক উইঙ্গার সানের মুখে ঘুষি মারেন সতীর্থ সেনেগালিজ তারকা মানে। এতে সানের ঠোঁট কেটে রক্ত বের হয়।

বায়ার্ন জানায়, ৩১ বছর বয়সী সাদিও মানে আগামী শনিবার নিজেদের মাঠে হফেনহেইমের বিপক্ষে এফসি বায়ার্নের স্কোয়াডে থাকবেন না। কারণ ম্যানচেস্টার সিটিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর তিনি সানের সঙ্গে অসদাচরন করেছেন। এদিকে ওই ঘটনায় সানের বিরুদ্ধেও অর্থদন্ড আরোপ করা হয়েছে।’ অবশ্য এই বিবাদের কারণ সম্পর্কে কিছুই জানায়নি বায়ার্ন।

বিল্ডের রিপোর্টে বলা হয়, ম্যাচের শেষদিকে তাদেরকে মাঠের ভিতরেই তর্ক করতে দেখা গেছে। ম্যাচের ভিডিও ফুটেজেও সেটি স্পষ্ট হয়ে উঠে। এদিকে বৃহস্পতিবার সকালেও অনুশীলনে দেখা গেছে মানে ও সানেকে।

২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগে শেষ চারে উঠার লক্ষ্যে পরস্পরের মোকাবেলা করবে বায়ার্ন ও সিটি।
২০২২ সালের গ্রীষ্মে লিভারপুল ছেড়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে হতাশার ভুগছেন মানে। দুই বারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া এই তারকা বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতায় প্রথম সাত ম্যাচে ছয় গোল করেছেন। তবে গত বছর অক্টোবর থেকে কোন গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।  

গত নভেম্বরে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে দেশের হয়ে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি মানে। এছাড়া বায়ার্নের হয়ে খেলতে পারেননি নয়টি ম্যাচ।

ইত্তেফাক/এসএস