মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেসির প্রশংসায় পঞ্চমুখ ফেদেরার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯:২৯

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’ সবচেয়ে প্রভাবশালী একশ ব্যক্তির তালিকা প্রকাশ করছে। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই প্রভাবশালী একশ ব্যক্তির তালিকায় জায়গা করে নেওয়ায় মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন টেনিস জগতের সর্বকালের অন্যতম সেরা তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

লিওনেল মেসি।

২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার মেসিকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘মেসির গোল সংখ্যার রেকর্ড ও শিরোপা জয় নতুনভাবে হিসাবের কিছু নেই। দীর্ঘদিন ধরে ৩৫ বছর বয়সী মেসির গ্রেটনেস ধরে রাখাটা আমার কাছে সবচেয়ে অবাক করেছে। এটা অর্জন করা কঠিন এবং ধরে রাখাও কঠিন। তার জাদুকরি ড্রিবলিং, দর্শনীয় পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই বুঝে ফেলার ক্ষমতা দুর্দান্ত।’

রজার ফেদেরার।

গেল বছর মেসি ম্যাজিকে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটাতে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে ফেদেরার বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখ লাখ মানুষের আনন্দ উদযাপন করা খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। সারা বিশ্বই সেটি দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝতে পেরেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কত বেশি।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন