মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজদের পঞ্চম ম্যাচ খেলতে নামে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশি এই পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হেরে টানা পঞ্চম হারের তিক্ততা পেলো দিল্লি।
শনিবার (১৫ এপ্রিল) টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় দিল্লি।
প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফাফ ডুপ্লেসিস ও বিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত কোহলির ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। কোহলি ৩৪ বলে ৫০, মহিপাল লোমরর ১৮ বলে ২৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৪ রান করেন।
বল হাতে খুব খরুচে ছিলেন মুস্তাফিজ। ম্যাচে ৩ ওভার বল করে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। দিল্লির পক্ষে মিচেল মার্শ ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বেঙ্গালুরুর বোলারদের তোপের মুখে পড়ে দিল্লির ব্যাটাররা। দলীয় ২ রানেই তিন ব্যাটারকে হারায় তারা। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ডেভিড ওয়ার্নার ও মনিষ পান্ডে। শেষ পর্যন্ত মনিষ পান্ডের ফিফটিতে র্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় দিল্লি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন মনিষ পান্ডে। বেঙ্গালুরুর পক্ষে বিজয়কুমার বৈশক ৩টি ও মোহাম্মদ সিরাজ নেন ২টি উইকেট।