গত শুক্রবার, রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে দিল্লির জামা মসজিদে নামাজ পড়তে জড়ো হয় মুসল্লিরা।
বিপুল সংখ্যক মুসল্লিরা নামাজ পড়তে জামে মসজিদে আসেন। ভারতের অন্যান্য অংশে, হায়দ্রাবাদ ও শ্রীনগরের মসজিদেও মুসল্লিদের ভিড় দেখা যায়।
ইসলাম ধর্ম মোতাবেক রমজান মাস সবচেয়ে পবিত্র। এক মাসব্যাপী উপবাসের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর আরাধনা করেন। সূর্যাস্তের আগে সেহরি ও সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে তারা দিনে মাত্র দুবেলা খাবার গ্রহণ করে।
খেজুর ও পানি পানের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন তারা। তারপর হালকা পুষ্টিকর খাবার গ্রহণ করেন। রমজান মাসের শুরুতেই শুভেচ্ছা বার্তা প্রদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী কামনা করেন এই মাস যেন সমাজে বৃহত্তর ঐক্য ও সম্প্রীতি নিয়ে আসে।