শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইফতার পার্টি না করে ৬ হাজার পরিবারকে খাবার দিল বিসিবি 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২১:১৫

প্রতিবারই রমজান মাসে বিশাল আকারে ইফতার পার্টির আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার তা না করে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশাল করে ইফতার পার্টি না করে দেশের বিভিন্নস্থান মিলিয়ে ৬ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে বিসিবি। জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশনাই এমনটি করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দরিদ্র-দুস্থ পরিবারকে খাবার এবং বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণের পর গণমাধ্যমকে বিসিবির সভাপতি পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার নির্দেশেই আমরা আসলে আজকে শুরু করেছি।’ 

তিনি আরও বলেন, ‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’

 

 

ইত্তেফাক/জেডএইচ