শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কাউন্সিলরের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:২৪

নীলফামারীর জলঢাকায় ৩ পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে রুবেল ইসলাম (৩৩) নামে এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চৌপুথী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রুবেল ডোমার পৌর শহরের চিকনমাটি এলাকার মৃত বাবলু রহমানের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

জানা গেছে, সোমবার দুপুরে কাউন্সিলর রুবেল একই এলাকার দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে অসুস্থ শাশুড়িকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। রংপুর থেকে বাড়ি ফেরার পথে জলঢাকা-ডোমার সড়কের চৌপুথী এলাকায় ৩ পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় বাইকে থাকা আরেক আরোহী দুলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, ৩ পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাউন্সিলর রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। দুলাল নামে আরেক আরোহী সুস্থ আছেন।

ইত্তেফাক/এবি/পিও