শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সেমির স্বপ্নে বিভোর ইন্টার-সিটি, বায়ার্ন-বেনফিকার রূপকথার আশা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:৪২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের শেষ দুটি ম্যাচ আজ। যার একটিতে মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যটিতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সামনে পর্তুগিজ ক্লাব বেনফিকা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গতকাল কোন দুটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে, সেটা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের জেনে যাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে, আজ সেমিফাইনালের বাকি টিকিট দুটি কাটবে কোন দুটি দল?

উত্তরটা মিলবে ম্যাচ শেষেই। তবে প্রথম লেগের ফলের ভিত্তিতে এটা অনায়াসেই বলা যায়, সেমিফাইনালে বলতে এক পা দিয়েই রেখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। গত সপ্তাহে নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলে জিতে এগিয়ে আছে ম্যান সিটি। আজ ফিরতি লেগে ০-২ গোলে হারলেও তারা সরাসরি উঠে যাবে সেমিফাইনালে। এমনকি ০-৩ গোলে হারলেও পেপ গার্দিওলার দলের সামনে সুযোগ থাকবে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার। এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যান সিটি শিবির নির্ভারই থাকার কথা।

যত দুশ্চিন্তা, তা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। সেমিফাইনালে উঠতে হলে আজ তাদের অলৌলিক কিছুই করতে হবে। আজকের ফিরতি লেগটা অবশ্য তাদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে। তারপরও তাদের সামনে যে সমীকরণ, সেটাকে মেলানো প্রায় অসম্ভবই। সরাসরি সেমিফাইনালে উঠতে হলে বায়ার্নকে আজ অন্তত ৪-০ গোলে জিততে হবে। ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিতে হলেও নির্ধারিত ৯০ মিনিটের খেলায় তাদের জিতবে হবে ৩-০ গোলে। আর যদি কোনোভাবে ম্যান সিটি একটা গোল দিয়ে বসে, তাহলে বায়ার্নকে জিততে হবে ৫-১ গোলে!

প্রায় বায়ার্নের মতোই বিপদের মুখে দাঁড়িয়ে আছে বেনফিকা। গত সপ্তাহে প্রথম লেগে বেনফিকার মাঠে এসে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে এসেছে ইন্টার মিলান। ফলে ম্যান সিটির মতো ইন্টার মিলানও বলতে গেলে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে।  আজ ১-০ গোলে হারলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের। ০-২ গোলে হারলেও সুযোগ থাকবে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে টেনে নেওয়ার। 

বিপরীতে সেমিতে উঠতে হলে বেনফিকাকে ৩-০ গোলে জিততে হবে। ম্যাচটাকে অতিরিক্ত সময়ে টেনে নিতেও নির্ধারিত ৯০ মিনিটের খেলায় তাদের অন্তত ৩-০ গোলে জিততে হবে। কঠিন অবশ্যই। তবে অসম্ভব নয়। আর অসম্ভব নয় বলেই খাদের কিনারায় দাঁড়িয়েও আশায় বুক বাঁধছে বেনফিকা। মনে মনে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লেখার স্বপ্নের জাল বুনছে বায়ার্ন মিউনিখও।

ইত্তেফাক/এসএস