শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদ্মা সেতুতে মোটরসাইকেল রেখে ছবি তোলায় জরিমানা

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১১:৪৭

মুন্সীগঞ্জ অংশে পদ্মা সেতুতে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলার অপরাধে শুক্রবার (২১ এপ্রিল) সকালে দুই আরোহীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন ইসমাইল ও মনির হোসেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বজলুর রহমান জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বাইকারদের উদ্দেশ্যে সতর্ক করে মাইকিং করে বলা হচ্ছে, পদ্মা সেতুতে মোটরসাইকেল থামানো যাবে না, ছবি তোলা যাবে না এবং নির্ধারিত গতিতে ও নিয়ন্ত্রকভাবে মোটরসাইকেল চালাতে হবে, নয়তো জরিমানা করা হবে। এরপর ওই দুই যবুক সেতু ছবি তোলায় তাদের জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে