মাদারীপুরের শিবচরে বাজি ফোটানো নিষেধ করায় এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের ছেলে শামীম ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর ৪নাম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত ফাহিমা বেগম (৫০) উমেদপুর ইউনিয়নের আলেপুর ৪নং ওয়ার্ডের ছলেমান ফকিরের স্ত্রী। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ফাহিমা বলেন, বোম ফোটানো নিষেধ করায় আমার ওপর এই হামলা হয়েছে। ইব্রাহিম মাদবরসহ আরো কয়েকজন মিলে আমাকে কুপিয়ে জখম করে।
অভিযুক্ত ইব্রাহিম মাদব বলেন, বাচ্চারা রাস্তার ওপর বোম ফুটাচ্ছিল আমি সেখান দিয়ে যাচ্ছালাম, আমি বাচ্চাদের রাগারাগী করলে বাচ্চারা তার বাবা, মা, দাদা, দাদীর কাছে নালিশ করে। আমাকে অখাদ্য ভাসায় গালাগালি করে। এ নিয়ে আমার সঙ্গে বাচ্চাদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফাহিমা বেগম নামে এক নারী আমার মোটরসাইকেলের ওপর পরে মাথায় আঘাত পায়।
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।