শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্টারশিপ বিস্ফোরণের পর ইলন মাস্কের সম্পদের বড় পতন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৫

গত সপ্তাহে বিলিয়নিয়ার ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯০ মিলিয়ন ডলারে। এ বছর মাস্কের ভাগ্যে এটাই সবচেয়ে বড় পতন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্যের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক এখনও বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। গত ডিসেম্বরে ১৮ হাজার বিলিয়ন ডলারের মালিক ছিলেন ইলন মাস্ক। ইলনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কম মুনাফায় লেনদেন করায় আয় কমেছে।

তবে চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটি আয় করেছে ২ হাজার ৩৩০ কোটি ডলার। অন্যদিকে, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার এখনও প্রত্যাশিত সাফল্যের দেখা পেতে ব্যর্থ হচ্ছে।

ইত্তেফাক/ডিএস