বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদ্মা সেতুতে নিয়মভঙ্গ, ২৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:১১

পদ্মা সেতুতে রোববার (২৩ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে নিয়মভঙ্গ ও বিশৃঙ্খলা করায় ২৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান জানান, দণ্ডিতদের বেশিরভাগই অহেতুক ঘোরাঘুরি করার জন্য সেতুতে এসেছিলেন। এছাড়া অভিযানে ২৩ মোটরসাইকেল আরোহীকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, সেতুতে কোনোভাবেই না দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং নির্ধারিত লেন ক্রস না করাসহ বেশকিছু নির্দেশনা ছিল। রোববার ঈদের দ্বিতীয় দিন প্রচুর সংখ্যক মোটরসাইকেল আরোহী সেতু দিয়ে পারাপার হন। ৯৫ শতাংশ মোটরসাইকেল আরোহী নিয়ম মানলেও অনেকে শৃঙ্খলা বজায় রাখছিলেন না। এসব বিষয় তদারকিতে সকাল থেকে অভিযান চালানো হয়। এসময় নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলা, নির্ধারিত লেন ক্রস করে অন্য লেনে চলা, ওভারটেকিংয়ের চিত্র দেখা যায়। এসব অপরাধে তাদের আটক করে জরিমানা করা হয়।

১৮ এপ্রিল একনেক সভায় ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার, সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলা, কোনো অবস্থাতেই লেন পরিবর্তন না করাসহ বেশকিছু শর্ত জুড়ে দেওয়া হয়। ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকল চলাচল শুরু হয়। তবে শর্ত মানছেন না অনেকেই।

ইত্তেফাক/আরএজে