পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জার্মানির মিউনিখে রোববার (২৩ এপ্রিল) আইনভেলট হাউস মিলনায়তনে বাংলা মিউনিখ কালচারাল এসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ উৎসব উপলক্ষে জার্মানির বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে ছুটে আসেন দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি।
এসময় অনুষ্ঠানটি এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুম মিয়া সভাপতিত্ব ও পরিচালনা করেন আব্দুর রহিম।
অনুষ্ঠানে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে দেশীয় খাবার আয়োজন এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং লটারি ড্র। এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী এস.এম লুৎফর এবং পপ তারকা সেজুতি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোমান মিয়া, দৌড়বিদ শিব শংকর পাল, শার আলম টিটু,জিয়াউল মল্লিক, হাবিবুর রহমান মিঠু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুল ইসলাম দিনু, কালাম মিয়া প্রমুখ।