টানা পাঁচ ম্যাচ হেরে এবারের আইপিএল মিশন শুরু করে দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ হারের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে দিল্লি। এমন সময় এক বিতর্কের জন্ম দিল দলটির এক ক্রিকেটার। ম্যাচ জয়ের পর পার্টিতে এক নারীর সঙ্গে বাজে আচরণ করে দিল্লির এক ক্রিকেটার।
ওই নারী বা ক্রিকেটার কারো নামই প্রকাশ্যে আনা হয়নি। আর এই ঘটনার পর একাধিক বিধিনিষেধ জারি হয়েছে দিল্লি দলে। কবে কখন এই ঘটনা ঘটেছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হয়নি কেউ। বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তার মোড়কে রাখা হয়েছে।
যে ক্রিকেটার এই কাণ্ড ঘটিয়েছে, তাকে নিয়ে দলের বাকিরা বেশ বিরক্ত। তিনি দেশি না বিদেশি তা জানা যায়নি। প্রসঙ্গত, কলকাতাকে ঘরের মাঠে হারানোর পর হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি। আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
সূত্র: আনন্দবাজার