সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০০:১৫

ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য রাষ্ট্রদূত দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে শোনেন। পরে রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যের শুরুতে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। 
রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্যারিসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংঘঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এমএএম